রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রংপুরে কালোবাজারে চাল বিক্রির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে কালোবাজারে

চাল বিক্রির তদন্ত শুরু

রংপুর সদর খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মাহমুদ হাসানের বিরুদ্ধে ১৫০ মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিরিন দেলহুরার নেতৃত্বে শুক্রবার থেকে তদন্ত শুরু হয়। ইতিমধ্যে তারা খাদ্য গুদামের খাতাপত্র জব্দ করে তা পরীক্ষা-নিরীক্ষা করছেন। জানা গেছে, ২০১৩ সালে রংপুর সদর খাদ্য গুদামের ওসিএলএসডির দায়িত্ব পালন কালে মাহমুদ হাসানের বিরুদ্ধে ১৫০ টন চাল কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে।

সর্বশেষ খবর