বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যশোরে রাস্তা সম্প্রসারণের নামে দুর্নীতির পাঁয়তারা

সংবাদ সম্মেলনে বাপার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

যশোর-বেনাপোল সড়ক সম্প্রসারণের নামে দুই হজারেরও বেশি বৃক্ষ নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাছ না কেটেও রাস্তা চওড়া করা যায় তা সচেতন মহল ও পরিবেশবাদীরা মনে করেন। উন্নয়নের জন্য শতবর্ষী এই গাছগুলো কেটে ফেলা হবে একটি আত্মধ্বংসী উদ্যোগ। দুর্নীতির বিস্তার ঘটিয়ে নিজ স্বার্থ উদ্ধার করতেই এমন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পটি অপরিকল্পিত ও অবিবেচনাপ্রসূত। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ডব্লিউবিবি ট্রাস্ট, তরুপল্লব, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ, নাগরিক উদ্যোগ, গ্রিন ভয়েস, যশোর জেলা সমিতি, ঢাকা ‘উন্নয়নের নামে যশোর রোডের মুক্তিযুদ্ধের স্মৃতি, প্রকৃতি ও ঐতিহ্যবাহী শতবর্ষী বৃক্ষ নিধনের সিদ্ধান্ত বাতিলের দাবি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির বিশ্বাসের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, সহ-সভাপতি শাহজাহান মৃধা প্রমুখ এতে বক্তৃতা করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর