বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৩ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

রেলে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের গতকালের বৈঠকে রেলের নিয়োগ নিয়ে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি বলেছেন, শিগগিরই অভিযোগপত্র সংশ্লিষ্ট বিচারিক আদালতে উপস্থাপন করা হবে। অভিযুক্তরা হলেন- বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এ বি এম মফিজুল ইসলাম, সাবেক এডি (প্রশাসন) জি এম মামুনুর রশিদ (বর্তমানে রেলওয়ের উপ-পরিচালক), রেলওয়ের পূর্বাঞ্চলের ডিএফএ (পেনশন) এ এফ এম শহীদ উল্লাহ, ডিএফএ মো. আনিসুল হক। অডিটর পদে নিয়োগ পাওয়াদের মধ্যে আসামি করা হয়েছে হোসনা আক্তার, ফারজানা সুলতানা, মো. নুরুল আমিন, সাঞ্চিতা সাদেক, অপূর্ব বিশ্বাস, জি এম আবুল কালাম, মো. মনিরুজ্জামান ও প্রদীপ কুমার সরকারকে। অভিযোগপত্র অনুমোদনের বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে অব্যাহতি পাওয়া রেলের পরিচালক নজরুল ইসলাম বলেন, আমি আমার বক্তব্য তাদের (দুদক) কাছে দিয়েছি। এখন চার্জশিট অনুমোদনের বিষয়ে কিছু বলতে চাই না। গত বছর ১০ মার্চ চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেন। বাদী নিজেই মামলাটি তদন্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর