বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আদালতে হঠাৎ বাজল মোবাইল ফোন অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

শুনানির সময় আদালতে মোবাইল ফোন বেজে ওঠার পর সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করে আপিল বিভাগ। প্রায় ১৫ মিনিট হেফাজতে রাখার পর ব্যারিস্টার আমীরকে তার মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, আপিল বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ  ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি চলছিল। এর একপর্যায়ে এ মামলায় সরকারপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের মোবাইল ফোন বেজে ওঠে। এ সময় ব্যারিস্টার আমীরকে আদালত বলেন, আইন সবার জন্য সমান। আপনাকে যদি কনসিডার (বিবেচনা) করা হয় তাহলে অন্যরা ভাববে সিনিয়র দেখে কনসিডার করা হলো। আপনার মোবাইল ফোনটি দিন। এটা ১৫ মিনিটের জন্য সিজ (জব্দ) করা হলো, আদালতের হেফাজতে নেওয়া হলো। জবাবে ব্যারিস্টার আমীরও মৃদু হেসে মোবাইল ফোনটি বেঞ্চ অফিসারের হাতে তুলে দেন। পরে আবার শুনানি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নির্বিঘ্নে আদালতের কার্যক্রম পরিচালনার প্রয়োজনে উচ্চ আদালতে মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্স মুডে রাখাই কাম্য। আদালতে প্রবেশের সময় বিষয়টি আইনজীবী ও গণমাধ্যম কর্মীরাও খেয়াল রাখেন। অসাবধানতাবশত শুনানির সময় আদালতকক্ষে কারও মোবাইল ফোন বেজে উঠার পর তা সাময়িকভাবে জব্দ ও কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানার ঘটনাও ঘটেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর