শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে দুই পরিষদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা

ঢাবি সিনেট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন আগামীকাল। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ, জাতীয়তাবাদী পরিষদ ও প্রগতিশীল পরিষদ। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে প্রথমোক্ত দুটি পরিষদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) ও শারীরিক শিক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

গণতান্ত্রিক ঐক্য পরিষদ : গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন— অধ্যাপক ড. অসীম সরকার, এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এ বি এম বদরুদ্দোজা, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মুক্তিযোদ্ধা এম. ফরিদ উদ্দিন, অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, এস এম বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চৌধুরী, মিসেস মাহফুজা খানম, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ (কবি মুহাম্মদ সামাদ), অধ্যাপক মোহাম্মদ আবদুল বারী, সিনিয়র ব্যাংকার মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু (কৃষ্ণ) মজুমদার, অধ্যাপক শরীফ আহমদ সাদী, অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

জাতীয়তাবাদী ঐক্য পরিষদ : জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন— ড. আ ফ ম ইউসুফ হায়দার, ড. উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, এ কে এম ফজলুল হক মিলন, এ টি এম আবদুল বারী ড্যানি, অধ্যাপক এ বি এম ফজলুল করিম, এ বি এম মোশাররফ হোসেন, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এ কে এম আমিরুজ্জামান শিমুল, ড. চৌধুরী মাহমুদ হাসান, ড. জিনাতুন্নেসা তাহমিদা বেগম, অ্যাডভোকেট তৈমূর আলম খোন্দকার, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোহাম্মদ আবদুর রব, ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, ডা. মোহাম্মদ রফিকুল কবির লাবু, অধ্যক্ষ মো. আশরাফুল হক, অ্যাডভোকেট মো. মাসুদ আহম্মেদ তালুকদার, ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ড. মো. শরীফুল হক দুলু, মো. সাইফুল ইসলাম ফিরোজ, অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম, শওকত মাহমুদ ও ড. সদরুল আমিন। বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও জাতীয়তাবাদী পরিষদের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, সারা জাতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশের ওপর প্রখর দৃষ্টি রাখছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ কেমন হবে তার একটা প্রমাণ পাওয়া যাবে এ নির্বাচনে। তাই জাতীয় নির্বাচনের পরিবেশ সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ কালিমামুক্ত রাখা অপরিহার্য। এর আগে গত তিনটি নির্বাচনের সময় তারা ঢাকার বাইরে কয়েকটি কেন্দ্রে প্রচারকাজ চালাতে পারেননি। তা ছাড়া তাদের সমর্থকদের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা জয়ী হবেন। পক্ষান্তরে গণতান্ত্রিক ঐক্য পরিষদের সমর্থকরা বলছেন, তিনটি পরিষদের মধ্যে প্রচার-প্রচারণায় ঐক্য পরিষদ এগিয়ে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর