বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কোচিং বাণিজ্য

শাস্তি দিয়ে ২৫ শিক্ষককে পাঠানো হলো ১৯ জেলায়

নিজস্ব প্রতিবেদক

দুদকের সুপারিশে ১৯ জেলায় বদলি হলেন কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত রাজধানীর সরকারি চার মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষক। জেলাগুলো হলো— বগুড়া, শরীয়তপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, পিরোজপুর, বরগুনা ও জয়পুরহাট। এসব সরকারি স্কুলের বিভিন্ন শূন্য পদে তাদের বদলি করা হয়েছে। কোচিং বাণিজ্যে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ ২৫ শিক্ষককে প্রথম ধাপে শাস্তিমূলক বদলি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর। মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে, দুদকের সুপারিশ পাঠানোর প্রায় দেড় মাস পর অধিদফতর থেকে বদলি করা হয়েছে। বদলি আদেশে তাদেরকে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে বিমুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় ওই দিন তাত্ক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন। গত সোমবার অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমানের সই করা আদেশ জারি করা হয়। গতকাল আদেশের অনুলিপি দুদকে পাঠানো হয়। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে দুদকের সুপারিশ বাস্তবায়নের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

 

সর্বশেষ খবর