বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য ক্যাম্প ও ক্যান্সার সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

এ্যাপোলো হসপিটালসের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাব সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও ক্যান্সার সচেতনতাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, এ্যাপোলো মেডিকেল সার্ভিসের প্রধান ডা. আরিফ মাহমুদ, সিনিয়র কনসালটেন্ট ডা. কৈলাশ চন্দ্র মিশ্র, ডা. মুরুগান আপ্যাসামী, চিফ ডায়াটেশিয়ান তামান্না চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এ্যাপোলো হসপিটালসের ডাক্তার-নার্সদের তত্ত্বাবধানে বিপুলসংখ্যক ক্লাব সদস্য স্বাস্থ্য ক্যাম্পে অংশ নিয়ে ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ওজন, উচ্চতার সঙ্গে রোগের বিভিন্ন উপসর্গ ও চিকিৎসা বিষয়ে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্য চেকআপের সুযোগ লাভ করেন। ক্যাম্পে হৃদরোগ ও ক্যান্সার চিকিৎসার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ক্যাম্পে রেজিস্ট্রেশনকারীদের ফ্রি এ্যাপোলো চিকিৎসা রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হয়, যা দিয়ে পরবর্তীতে সদস্যরা বিশেষ ছাড়ে এ্যাপোলোতে চিকিৎসা সুবিধা পাবেন।

সর্বশেষ খবর