শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় রক অন ঢাকার জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় রক অন ঢাকার জমকালো আয়োজন

গান আর হুল্লোড়ে মেতে ওঠে দর্শক-শ্রোতা। নন্দিত ব্যান্ড দল এলআরবি, আর্টিসেল, আরবোভাইরাসের গানে জমে ওঠে ‘রক অন ঢাকা।’ গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুর গড়িয়ে বিকাল হতেই তরুণদের সমাগমে আইসিসিবির এক্সপো জোন পরিণত হয় মেলায়। বিকাল ৪টা বাজতেই মঞ্চে ওঠেন আরবোভাইরাসের শিল্পীরা। গিটারের কারিশমা আর কণ্ঠের জাদুতে মেতে ওঠে দর্শকরা। সন্ধ্যায় মঞ্চে ওঠে আর্টিসেল। শিল্পীদের পছন্দের গান শেষে দর্শকদের অনুরোধে তারা পরিবেশন করেন আরও কিছু জনপ্রিয় গান। সর্বশেষ মঞ্চে ওঠে রক অন ঢাকার অন্যতম আকর্ষণ এলআরবি। শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে গাইতে শুরু করেন দর্শকরা। নতুন অ্যালবামের পাশাপাশি এলআরবির পুরনো জনপ্রিয় গানও পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যা নামতেই আলোর ঝলকানির সঙ্গে আরবোভাইরাসের সুফি, আর্টিসেলের লিংকন আর এলআরবির ভোকাল জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর গলায় ফুটে ওঠে নাগরিক জীবনের হাজারো কথকতা। গিটার, ড্রামের সমন্বয়ে দর্শকরা মেতে ওঠেন উৎসবে। গানের দোলায় হাত দুলিয়ে শিল্পীদের সঙ্গে একাত্ম হয়ে পড়েন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর