শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে আশা উদ্দীপনা

রাহাত খান, বরিশাল

ছয় বছর পর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর ঘিরে উন্নয়ন কর্মকাণ্ডের আশাজাগানিয়া স্বপ্ন দেখছেন স্থানীয়রা। বরিশালের বাকেরগঞ্জের লেবুখালীতে পায়রা নদীর তীরে প্রায় এক হাজার ২০০ একর জমির ওপর শেখ হাসিনা সেনানিবাসের ভিত্তিপ্রস্তর এবং আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। একই দিন বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই জনসভায় প্রধানমন্ত্রীর কাছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জনকল্যাণমুখী উন্নয়নের জন্য বেশ কিছু দাবিনামা তুলে ধরবে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বলেন, না চাইতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, কলাপাড়ার আন্দারমানিক নদীর তীরে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, দশমিনায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামারসহ অনেক কিছু দিয়েছেন। প্রধানমন্ত্রী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ হওয়ায় এ অঞ্চলের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তারপরও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, বানারীপাড়ার সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মাণসহ বেশ কিছু উন্নয়নের দাবি তুলে ধরা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর