শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিভিন্ন সূচকে বাংলাদেশের ব্যাপক সফলতা : স্পিকার

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন সূচকে বাংলাদেশের ব্যাপক সফলতা : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, কৃষি উৎপাদন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য-পুষ্টি-সেবা, গড় আয়ু বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করেছে। গত বৃহস্পতিবার তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউর সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন। এ ব্যাপারে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার বৈঠকের সময় জানান, বয়স্ক জনসংখ্যার কল্যাণে বাংলাদেশ নীতি ও কর্ম পরিকল্পনা নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর