শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ডিএমপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

ডিএমপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে ডিএমপির ৩৪ হাজার পুলিশ সদস্য। বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এই মেগাসিটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা অনেক কম। একটি মেগাসিটিতে বসবাসের জন্য পুলিশের বিশেষ করে কনস্টেবল পর্যায়ের সদস্যদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয় না বলে এদের কাছ থেকে জনগণ তেমন কোনো সেবা পায় না। এ ধরনের নানা সমস্যার মধ্য দিয়ে আজ উদযাপিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ১২টি থানা নিয়ে ডিএমপির যাত্রা শুরু হয়। ২০০৬ সালে থানার সংখ্যা দাঁড়ায় ৩৩টি। এর লোকবল ছিল ২৩ হাজার ৪০০। বর্তমানে ডিএমপিতে ৪৯টি থানাসহ এতে সাড়ে ৩৪ হাজার পুলিশ কর্মরত রয়েছেন। একজন কমিশনার, ৬ জন অতিরিক্ত কমিশনার, ১১ জন যুগ্ম-কমিশনার, ৪২ জন উপ-কমিশনার ও ৭৩ জন অতিরিক্ত উপ-কমিশনার কর্মরত রয়েছেন। ৩০ হাজার পুলিশ কনস্টেবলের প্রায় সবাই চরম দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন। ডিএমপিতে চলছে তীব্র আবাসিক সংকট। মাত্র ২ দশমিক ৬২ ভাগ পুলিশ সদস্য আবাসিক সুবিধা পাচ্ছেন। ৬ হাজার কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইন ব্যারাক ও বিভিন্ন থানা ব্যারাকে থাকেন। বাকি ২৪ হাজার কনস্টেবল ভাড়া বাসায় থাকেন। আবাসিক সুবিধা না থাকায় তাদের বেতনের একটি বড় অংশ দিয়ে ভাড়ায় থাকতে হচ্ছে। নিজ থানা এলাকায় অনেক সময় বাড়ি ভাড়া বেশি হওয়ায় যেসব স্থানে ভাড়া কম সেখানে থাকতে হচ্ছে। এতে প্রতিদিন তাদের কর্মস্থলে যেতে সময় নষ্ট হচ্ছে। ডিএমপিতে কমিশনার থেকে কনস্টেবল পর্যন্ত এই সাড়ে ৩৪ হাজার পুলিশের যাতায়াত ও ডিউটির জন্য মাত্র সাড়ে ৫০০ গাড়ি রয়েছে। এর মধ্যে অর্ধেকই ২০ বছরের বেশি পুরনো। পুলিশ কর্মকর্তাদের (কমিশনার থেকে সহকারী কমিশনার) জন্য যানবাহন থাকলেও থানায় ডিউটি করার জন্য পর্যাপ্ত গাড়ি নেই। বেশি পুরনো ও ভাঙাচোরা গাড়ি দিয়ে টহল পুলিশকে ডিউটি করতে হয়। ভাঙাচোরা গাড়ি দেওয়া হলেও তার সংখ্যাও অপর্যাপ্ত। এ কারণে টহল পুলিশের ডিউটির জন্য পুলিশকেই বেসরকারি পর্যায়ের গাড়ি রিকুইজিশন করতে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর