বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে ৪৮২২ জন ডিপথেরিয়ায় আক্রান্ত

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং-বালুখালী ক্যাম্পে গত বছর ২ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ৫৮ দিনে চার হাজার ৮২২ জন ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। এ ছাড়া ইতিমধ্যে সন্দেহজনক ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায় ৩২ জন। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে গঠিত ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ’ সংক্রান্ত কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ সচিব বরাবরে ৫ ফেব্রুয়ারি প্রেরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালীসহ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেশি মাত্রায় দেখা যাচ্ছে ডায়রিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ, বুলেট ইনজুরিসহ নানা রোগ। জানা যায়, ইতিমধ্যে ডিপথেরিয়াসহ নানা সংক্রামক রোগ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিপথেরিয়া রোগ বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় গত বছর ১২ ডিসেম্বর থেকে টিকাদান কর্মসূচি শুরু করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর