বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সবার মধ্যে মানবিক মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অভিভাবক, ছাত্র সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে অবদান রাখতে হবে। গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের সামনের মাঠে অনুষ্ঠিত এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৫৭০ জন গ্র্যাজুয়েট অংশ নেন। তার মধ্যে আটজন চ্যান্সেলর স্বর্ণপদক, পাঁচজন ভাইস চ্যান্সেলর পদক ও ৫৬ জন ডিন্স অ্যাওয়ার্ড পান। সমাবর্তনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রসায়নশাস্ত্রে নোবেলজয়ী জার্মান নাগরিক অধ্যাপক ড. রবার্ট হিউবার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর