শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সবজির দাম স্থিতিশীল

বাজার দর

নিজস্ব প্রতিবেদক

সবজির দাম স্থিতিশীল

শীত শেষে সবজির দাম অনেকটা স্থিতিশীল দেখছেন ক্রেতারা। ধারণা করা হচ্ছে অতি মুনাফা লুটতে একশ্রেণির উৎপাদক-মধ্যস্বত্বভোগী যোগসাজশ করে প্রায় পুরো শীত মৌসুমে রেশনিং পদ্ধতিতে মাঠ থেকে ফসল তুলে বাজারজাত করে। এ অবস্থায় মাঠে মজুদ ফসল মৌসুমের শেষ প্রান্তে এসে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এখন স্বাভাবিকভাবে বাজারজাতে উদ্যোগী হয় ওই চক্রটি। অবশ্য অনেকে বলছে, বন্যার কারণে শীতকালীন সবজির ফলন বিলম্ব হয়েছে। এর প্রভাব পড়ে বাজারে। গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ২০ টাকা থেকে শুরু করে অধিকাংশ কাঁচা সবজির কেজি ৪০ টাকার মধ্যে। ক্রেতারা বলছেন শীতের সবজি বলে পরিচিত পণ্যের দর সেভাবে কমেনি। মাছের দরও স্বাভাবিক বলে মনে হয়েছে। তবে মাংসের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে আগের সপ্তাহের তুলনায় চালের দর কিছুটা বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

দেখা গেছে, বেগুন ৪০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। শীতের সবজি হিসেবে বেশি পরিচিত লাউ, মিষ্টি কুমড়া, জালি কুমড়া (প্রতিপিস), শিম, চিচিঙ্গা, বরবটির দাম এখনো বেশি। এগুলো ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন এগুলো ৮০ টাকার ওপরে ছিল। এ সপ্তাহে কিছুটা কমেছে। বেশি দরে বিক্রি হতে দেখা গেছে, টমেটো, কাঁচামরিচ। টমেটো ৬০ থেকে ৭০ টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। তবে কাঁচা টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলা ৩৫ টাকা হালি, প্রতি পিস ফুলকপি ৩০-৩৫ টাকা, পাতাকপি ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ীর বিভিন্ন আড়তে এমন দামে বিক্রি হলেও শান্তিনগর, নিউমার্কেট, ঠাটারীবাজার এলাকায় প্রতি পণ্যে ৫ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, লাউশাক ৩০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা বিক্রি হচ্ছে।

মাছের বাজার আগের সপ্তাহের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। বাজারে বেশি বিক্রি হওয়া নিম্ন মধ্যবিত্তের মাছ বলে পরিচিতি রুই ৩০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, পাঙ্গাস ১৪০ টাকা প্রতিকেজি বিক্রি হয়েছে। ইলিশ মাছের দামও স্থিতিশীল বলে জানালেন তারা। ইলিশ (৩০০-৪০০ গ্রাম) প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়।

শুক্রবার এলে চাহিদা বেড়ে যায় মাংসের। আর এই দিন মাংসের দামও থাকে একটু বেশি। এমনটা জানালেন সব ক্রেতা। বিভিন্ন মাংসের দোকানে প্রতিকেজি গরু ৫০০ টাকা, খাসি ৭৫০ থেকে ৮০০ টাকা, মুরগি (ফার্ম) ১৩০ টাকা, দেশি ৩৫০ টাকা প্রতিপিস বিক্রি হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর