শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন সামনে রেখে দুই লাখ কোটি টাকার এডিপি

চলমান প্রকল্পে অগ্রাধিকার মেগা প্রকল্পের বরাদ্দ হবে প্রয়োজন অনুযায়ী

মানিক মুনতাসির

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে কাজ শুরু করেছে অর্থবিভাগ। এর অংশ হিসেবে উন্নয়নমূলক কাজে দৃশ্যমান অগ্রগতি আনতে চায় সরকার। ফলে আসছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে প্রায় ২ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে বলে জানিয়েছে অর্থবিভাগের একটি সূত্র। নতুন এডিপিতে চলমান প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সরকারের নেওয়া মেগা প্রকল্প যেমন, পদ্মা সেতু, মেট্রোরেল, পদ্মা সেতুতে রেল সংযোগ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হবে প্রয়োজন মাফিক। অর্থাৎ এসব প্রকল্পে বরাদ্দের বেলায় কোনো ধরনের কৃপণতা দেখাবে না সরকার। অর্থের সংকটে প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে যাবে এমন কোনো অপশন রাখতে চায় না অর্থবিভাগ। ইতিমধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এ ধরনের প্রাথমিক নির্দেশনা দিয়েছে অর্থবিভাগ ও পরিকল্পনা কমিশন।

সূত্র জানায়, আগামী বছরের বাজেটের মোট আকার হতে পারে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার। যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ১৪ দশমিক ৪৭ শতাংশ বেশি। চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকার। আসছে বাজেটে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ধরা হতে পারে তিন লাখ ৪০ হাজার ৭৭৪ কোটি টাকা, যা চলতি (২০১৭-১৮) অর্থবছরের চেয়ে ১৮ দশমিক ৩২ শতাংশ বেশি। করের আওতা বাড়ানোর জন্য এ বছর যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো সফল হলে আগামী বছরের বিশাল টার্গেট পূরণ করা কঠিন হবে না বলে মনে করে এনবিআর।

এদিকে আগামী বাজেটে এডিপির মোট আকার ২ লাখ কোটি টাকা ধরা হতে পারে। চলতি বাজেটে এই আকার ধরা আছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা।

সর্বশেষ খবর