শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়েছে দেশ : ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ায় গতকাল নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে একথা বলেন। বিবৃতিতে তারা আরও বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে, কিছু রায় বাস্তবায়ন হয়েছে। বিডিআর বিদ্রোহের বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হয়েছে। এখন খালেদা জিয়ার দুর্নীতির বিচারের রায়ের মধ্য দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। এভাবে ক্ষমতার যত শীর্ষে থাকুন না কেন দুর্নীতি ও দুর্বৃত্তায়নের দায় থেকে কেউ যেন রেহাই না পায় সে প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন থাকবে। আগামীতে বাংলাদেশে সব দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এ ধারা অব্যাহত থাকবে ওয়ার্কার্স পার্টি এটাই প্রত্যাশা করে।

সর্বশেষ খবর