রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে আসছে চীন

আলী রিয়াজ

শেয়ারবাজারে আসছে চীন

বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে আসছে চীন। দেশটির দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদার হচ্ছে। ডিএসই বোর্ড এরই মধ্যে এ অংশীদারির অনুমোদন চূড়ান্ত করেছে। এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেলেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। জানা গেছে, সাংহাই স্টক এক্সচেঞ্জ (এসএসই) ও সেনজেন স্টক এক্সচেঞ্জ (এসজেডএসই) নিয়ে গঠিত কনসোর্টিয়াম ডিএসইর পার্টনার হতে ২২ টাকা দরে ২৫ শতাংশ শেয়ার কিনছে। পাশাপাশি কনসোর্টিয়াম ৩৭ মিলিয়ন ডলারের প্রযুক্তিগত সহযোগিতা দেবে। ডিএসই সূত্রে জানা গেছে, চীনের তথা বিশ্ব শেয়ারবাজারের প্রভাবশালী দুই প্রতিষ্ঠান বাংলাদেশের শেয়ারবাজারে আসার আগ্রহ প্রকাশ করেছে। ডিএসইর ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ ২২ টাকা দরে মোট ৯৯২ কোটি টাকার শেয়ার কিনবে। আর ডিএসইর কার্যক্রমের মানোন্নয়নে বিনামূল্যে উন্নত প্রযুক্তি সরবরাহ করবে, যার বাজারমূল্য ৩ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০৭ কোটি টাকা। জানা গেছে, ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়াতে ডিএসইর ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করার জন্য ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট ২০১৩ করা হয়। কার্যক্রমে কৌশলগত অংশীদার নেওয়া এবং তাদের জন্য মোট শেয়ারের ২৫ শতাংশ বরাদ্দ রাখা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর