রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বন্দর-পরিবহনে ওয়ানস্টপ সেবা চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

সরকার যেভাবে বিনিয়োগকারীদের সহায়তায় সম্প্রতি জাতীয় সংসদে ‘ওয়ানস্টপ সার্ভিস’ বিল পাস করেছে, সেই একই প্রক্রিয়ায় দেশের নৌ-পরিবহন এবং সমুদ্র পরিবহন সেবায় নিয়োজিত বিভিন্ন পক্ষকে সম্পৃক্ত করে ওয়ানস্টপ সেবা চেয়েছে এফবিসিসিআই। ব্যবসায়ী-শিল্পপতিদের এই শীর্ষ সংগঠনটি আরও বলেছে, দেশের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরসহ অন্য সমুদ্রবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।

গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন আয়োজিত সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব শিপিংর সভায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা এ সব কথা বলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মো. পারভেজ সাজ্জাদ আকতার সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর