মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাবিতে র‌্যাগিং বন্ধসহ উপাচার্য প্যানেল দাবিতে শিক্ষকদের আন্দোলন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধসহ উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও সিনেট সদস্যরা। গতকাল  জাবির প্রশাসনিক ভবনের সামনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ও ‘প্রগতিশীল জোটের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় শুরু করা কর্মসূচিতে সম্প্রতি জাবির এক ছাত্রের সঙ্গে র‌্যাগিংয়ের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন সিনেটররা। পরে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে শিক্ষক সমাজের কর্মসূচি পালন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর