মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে উল্টো পথের বাসচাপায় যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক

উল্টো পথ দিয়ে আসা যাত্রীবাহী একটি বাসের চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম সোলেমান হোসেন (৩২)। রবিবার রাত ১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাতে মিরপুর থেকে বাইসাইকেলে করে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ফিরছিলেন তিনি। পথে রামপুরা টিভি সেন্টার এলাকায় এলে মালিবাগ থেকে বাড্ডাগামী একটি বাস উল্টো পথে এসে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল ভোরে রায়েরবাগের জোরাখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের ডেমরা জোনের সিনিয়র এসি ইফতেখায়রুল ইসলাম। আহতরা হলেন— যাত্রাবাড়ী থানার এসআই জালাল আহমেদ (৪২),

পুলিশ কনস্টেবল এখলাসুর রহমান (৩৪) ও মফিজুল (৩২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, জোরাখাম্বায় একটি সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরানোর সময় হঠাৎ একটি বাস এসে ওই গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা (এসআই) জালালসহ ৩ পুলিশ আহত হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর