বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাস্তবসম্মত চিকিৎসা সেবা আইন চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

দেশে যুগোপযোগী ও বাস্তবসম্মত ‘চিকিৎসাসেবা আইন ২০১৬’ এবং ‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা’ আইন সহনীয় করে চূড়ান্ত রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআই। সংগঠনটি বলেছে, এই আইন দুটি চূড়ান্তকরণ প্রক্রিয়ায় সরকারি কমিটিগুলোতে বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করতে হবে। এর সঙ্গে সুষ্ঠু নার্সিং নীতিমালা ও বেসরকারি চিকিৎসা খাতের উন্নয়নে ‘আর্থিক নীতিমালা’ প্রণয়নের ওপরও গুরুত্ব দিয়েছে এফবিসিসিআই। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (মেডিকেল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন) আয়োজিত সভায় এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। কমিটির চেয়ারম্যান এ বি এম হারুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী, হাফেজ হারুন, ইউসুফ আশরাফ প্রমুখ। সভায় বক্তারা বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যান্য খাতের মতো ‘বিশেষ আর্থিক খাত’ গঠনের ওপর জোর দেন। নিম্নবিত্ত পরিবারের মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের সহায়তায় ‘বিশেষ শিক্ষা ঋণ’ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি করেন। তারা দেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নে ‘এক্রিডিটেড ল্যাবরেটরি’ সেবা নিশ্চিত করার দাবি করেন। ব্যবসায়ীরা দ্রুত ও সঠিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দেশের সব নাগরিকের ‘কেন্দ্রীয় ডাটা সিস্টেম’ প্রতিষ্ঠারও প্রস্তাব দেন।

সর্বশেষ খবর