বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বিশ্ব সেরার তালিকা

চতুর্থ মিরপুর চিড়িয়াখানা

মোস্তফা কাজল

বিশ্ব টপ চার্টে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ৪ নম্বরে স্থান করে নিয়েছে। ২০১৮ সালে প্রকাশিত তালিকায় বাংলাদেশ জাতীয় মিরপুর চিড়িয়াখানার নাম প্রকাশিত হয়েছে। ফলে বিশ্বমানের পথে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা। তালিকার এক নম্বরে রয়েছে আমেরিকার অরল্যান্ডো চিড়িয়াখানা। এ চিড়িয়াখানায় রয়েছে ৬৫০ প্রজাতির প্রাণী ও পাখি। ৫০০ একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছে চিড়িয়াখানাটি। দ্বিতীয় স্থানেও রয়েছে আমেরিকার ব্রংকস। এ চিড়িয়াখানায় রয়েছে ৬১০ প্রজাতির প্রাণী ও পাখি। চিড়িয়াখানাটি ২৬৫ একর জমিতে প্রতিষ্ঠা পেয়েছে।

সর্বশেষ খবর