বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পর্যটনবান্ধব সিলেট গড়তে পথে নামল সবাই

উদ্যোগ তিন প্রতিষ্ঠানের

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

পর্যটনবান্ধব সিলেট গড়তে পথে নামল সবাই

সিলেট মেয়রের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান —বাংলাদেশ প্রতিদিন

পর্যটনবান্ধব সিলেট নগরী গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এর অংশ হিসেবে শুরু হয়েছে পরিচ্ছন্ন নগরী গড়ার কার্যক্রম। তিন প্রতিষ্ঠানের এ বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীও।

নগরবাসীর অভিযোগ ছিল, সিলেট নগরীর প্রধান সমস্যাগুলোর অন্যতম হচ্ছে যানজট। নগরীর ব্যস্ততম রাস্তাঘাট ও ফুটপাথ হকারদের দখলে চলে যাওয়ায় যানজট এখন নিত্যদিনের দুর্ভোগ। ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটন নগরীখ্যাত সিলেটে বেড়াতে আসা পর্যটকরাও। নগরবাসীর দীর্ঘদিনের এ অভিযোগের পর এবার ‘অ্যাকশনে’ নেমেছে সিলেট সিটি করপোরেশন। গতকাল সিটি মেয়র আরিফুল হক চৌধুরী উদ্বোধন করেছেন বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের। সকালে নগরভবন থেকে হজরত শাহজালাল (রহ.) এর মাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার উভয় পাশের ফুটপাথ দখলমুক্ত করেন তিনি। পরিচ্ছন্নতা কর্মী আর বুলডোজার দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ফুটপাথের ওপর হকারদের স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন। মেয়র আরিফ জানান, প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন সিলেটে। কিন্তু রাস্তাঘাট ও ফুটপাথ দখল হয়ে যাওয়ায় নগরীতে চলাচল করতে তাদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। তাই নগরীর পরিবেশ পর্যটনবান্ধব করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এদিকে গত সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সড়ককে মডেল সড়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এই সড়ককে মডেল সড়ক হিসেবে পরিচ্ছন্ন রাখার চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রশাসন ও চেম্বারের কর্মকর্তারা।

সর্বশেষ খবর