Bangladesh Pratidin

ফোকাস

  • মধ্যরাতে তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক বিক্রেতা নিহত হয়েছে। এরমধ্যে কুমিল্লায় ২ জন, চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছে।
  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০৬
জামিন না হওয়ায় আদালতের জানালা ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অস্ত্র মামলায় জামিন না হওয়ায় বরিশালে আদালতকক্ষের জানালার কাচ ভাঙচুর করেছে মো. নয়ন হাওলাদার। গতকাল দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নয়নের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। অভিযুক্ত নয়ন বাকেরগঞ্জের উত্তর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow