বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে গতকাল কাঞ্চন-কুড়িল বিশ্বরোডে মানববন্ধন অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বিকালে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (৩০০ ফুট) সড়কে নীলা মার্কেট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সজিব, দাউদপুর যুবলীগের সভাপতি হুমায়ন আহম্মেদ, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান মুন্না, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মিয়া, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন, রূপগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আমজাদ হোসেন, ভোলাব ইউনিয়ন সাধারণ সম্পাদক সজিব মিয়া, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি উজ্জ্বল মিয়া, দাউদপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, সফিকুল ইসলাম, স্বপন মিয়া, মহিল, জেসমিন আক্তার, আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ, শফিকুল ইসলাম খান, রাজেস, রূপম, তামিম প্রমুখ। উপস্থিত নেতা-কর্মীরা বলেন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুমন মিয়া পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবদুল আউয়াল, সালাউদ্দিন মেম্বার, বায়েজিদ সাউদ, ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী অপুসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।

মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে প্রয়োজনে রূপগঞ্জের রাস্তাঘাট অবরোধ করা হবে।

সর্বশেষ খবর