শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৬ কারণে পিবিআইর তদন্তে নারাজি

যুবকের চোখ উৎপাটন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় শাহজালাল নামের যুবকের চোখ উৎপাটন মামলায় অভিযুক্ত ১১ পুলিশের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদনে নারাজি আবেদন দেওয়া হয়েছে। গতকাল মামলার বাদী শাহজালালের মা রেণু বেগম খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের আদালতে এ আবেদন জানান। একই সঙ্গে মামলায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে। নারাজি আবেদনে বলা হয়েছে, মামলাটির তদন্তে পিবিআই পক্ষপাতিত্ব করে পুলিশকে রক্ষার চেষ্টা করেছে। বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, ১৬ কারণে আদালতে পিবিআইর তদন্তের বিরুদ্ধে নারাজি দেওয়া হয়েছে। প্রতিবেদনে  থানায় ছিনতাই মামলায় চোখ উৎপাটনের চেষ্টার কথা বলা হলেও তদন্তে হাসপাতালের চিকিৎসক দাবি করেছেন, পুরোপুরি দুই চোখ ওঠানোর পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ ২০১৭ সালের ১৮ জুলাই রাতে খুলনার খালিশপুর থানা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে শাহজালালকে আটক করে।

সর্বশেষ খবর