শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্কুলের সভাপতি পদে থাকায় এমপি গাজীর বিরুদ্ধে রুল জারি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। গত রবিবার ওই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। একই সঙ্গে রুলে প্রধান শিক্ষকের পদ থেকে মোখলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ড. ইউনুছ আলী আকন্দ। আদেশের পর ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৪ জুন মগবাজার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে ওই শিক্ষক বেতন-ভাতা বা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। সুপ্রিম কোর্টের রায় আছে, কোনো সংসদ সদস্য স্কুল-কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে থাকতে পারবেন না। কিন্তু ২০১৬ সালের ১৭ আগস্ট থেকে গোলাম দস্তগীর মগবাজার গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, ২০১৭ সালের ৬ আগস্ট সরকারের জারি করা একটি প্রজ্ঞাপন এবং ২০১৫ সালে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের দেওয়া রায় অনুযায়ী কাউকে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত অবস্থায় রাখা যাবে না। এরপরও আদালতের রায় লঙ্ঘন করে ও সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রধান শিক্ষককে আড়াই বছরের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে।

যা বেআইনি। এ কারণে রিটের পর আদালত রুল জারি করেছে।

সর্বশেষ খবর