বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কৃত্রিম বুদ্ধিমত্তার বাংলা কিবোর্ড

বুঝে ফেলবে আপনি কী লিখতে চাচ্ছেন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘একুশে বাংলা কিবোর্ড’ নামে ‘কৃত্তিম বুদ্ধিমত্তা সংবলিত’ বাংলা কিবোর্ড তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তীসহ পাঁচ সদস্যের একটি দল। দলের অন্যান্য সদস্যরা হলেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রনিত দেবনাথ আকাশ, উ খ্যই নু, বুদ্ধ বণিক সাগর ও গৌতম চৌধুরী।  গতকাল বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে এ কিবোর্ডের উদ্বোধন করেন জনপ্রিয় লেখক ও বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি বলেন, ‘একুশে কিবোর্ডের অন্যতম বৈশিষ্ট্য কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে কিবোর্ড নিজেই বুঝে ফেলবে আপনি কী লিখতে চাচ্ছেন। যেমন আপনি লিখলেন— আমি ভাত, আমাদের কিবোর্ড তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বুঝে ফেলবে যে আপনি লিখতে চাচ্ছেন— আমি ভাত খাই। সময়ের সঙ্গে সঙ্গে কিবোর্ডের বুদ্ধি বাড়তে থাকবে। ’ এ সময় আরও উপস্থিত ছিলেন সিইসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রেজা সেলিম, একই বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান ও ড. মো. জহিরুল ইসলাম। কিউয়েরটি কিবোর্ড লেআউট ব্যবহার, দ্রুত লেখার জন্য সুইপ করে লেখার ব্যবস্থা, প্রায় ১২০টি ইমোজিসহ আধুনিক ফিচার সংবলিত একুশে বাংলা কিবোর্ডে খুব সহজেই বাংলা ও ইংরেজি টাইপিং করা যায়। দলনেতা বিশ্বপ্রিয় চক্রবর্তী বলেন, ‘এই কিবোর্ডের জন্য আলাদা বাংলা টাইপ শিখতে হয় না। এ ছাড়া দ্রুত লেখার জন্য টাইপের পাশাপাশি সুইপ করে লেখার ব্যবস্থা রয়েছে যা কম সময়সাধ্য এবং এক হাতে টাইপিংয়ের দক্ষতাও বৃদ্ধি করে।’ ভবিষ্যতে কিবোর্ডে ভয়েস সার্চ যুক্ত করা, বিভিন্ন ধরনের ইমোজি এবং স্টিকার যুক্ত করা, আইওএস ভার্সন রিলিজ করা এবং ব্যবহারের ওপর ভিত্তি করে আরও ফিচার সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর