বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে বগুড়ার আদালতে দুটি মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়া ও ময়মনসিংহের ভালুকার সাংবাদিকরা। এ-সংক্রান্ত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট—

বগুড়া : বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক, বার্তা সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার সাংবাদিকরা।

অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আরিফ রেহমান, বিডিনিউজের বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন, বিএফইউজের নির্বাহী সদস্য ঠান্ডা আজাদ, বিএফইউজের সাবেক যুগ্মমহাসচিব লিমন বাসার, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, প্রেস ক্লাবের সহসভাপতি আবদুস সালাম বাবু, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, যুগান্তরের বগুড়া ব্যুরোপ্রধান নাজমূল হুদা নাসিম, সমকালের বগুড়ার স্টাফ রিপোর্টার এস এম কাওছার, বাংলানিউজ টোয়েন্টি ফোর বগুড়ার স্টাফ রিপোর্টার বেলাল হোসেন, সাংবাদিক প্রদীপ মোহন্ত, আবুল কালাম আজাদ এইচ আলিম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ পল্লব।

ভালুকা (ময়মনসিংহ) : বগুড়ার মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার আয়োজনে মানববন্ধন হয়। মানববন্ধনে ভালুকা প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান মানিক, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, আবদুল আওয়াল ঢালী ও এস এম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক ফিরোজ খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোবাশ্যারুল ইসলাম সবুজ, আবদুল ওয়াদুদ মিয়া, হাদিকুর রহমান হাদিস, আলমগীর হোসেন, শাহাব উদ্দিন, আসাদুজ্জামন ফজলু, কামরুল আরিফিন, উসমান গনি তুহিন, আরিফুল হক পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আলহাজ নুরুল ইসলাম, কে এম ইদ্রিস আলী, তসলিম খান, সেলিম আহাম্মেদ, বিল্লাল হোসেন, রমিজ উদ্দিন খান, রিগান খান, তারিকুল ইসলাম মিলন, ইফতেখার আহাম্মেদ সুজন, নছির উদ্দিন হুমাউন, সানোয়ার হোসেন আকাশ, ড্যানিশ মারাক শুভ, মাহমুদ হাসান সানি প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিক নেতারা মামলার নিন্দা জানিয়ে বলেন, দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকার সম্পাদক নঈম নিজাম। তার বিরুদ্ধে কিছু দিন পরপর মিথ্যা মামলা দেওয়ায় মফস্বলের মিডিয়াকর্মীরা বিব্রত।

তারা আরও বলেন, বাংলাদেশ প্রতিদিন দেশের মানুষের মনে স্থান করে নিয়েছে তাই পত্রিকাটি সবচেয়ে বেশি বিক্রি হয়। সত্যের পথে পত্রিকাটির এই চলা রুখতেই এসব মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা অতি দ্রুত এসব মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর