বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চার এলাকায় আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চার এলাকায় আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল তিন থানা আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খিলক্ষেত, বাড্ডা, ভাটারা, রূপগঞ্জ থানার দলীয় নেতা-কর্মীরা গতকাল বিকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। খিলক্ষেত থানার বস্তুল এলাকায় কাঞ্চন-কুড়িল বিশ্ব রোডে (৩০০ ফিট) এসব কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়ার নেতৃত্বে কর্মসূচি দুটিতে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর যুবলীগের সহসম্পাদক মিজানুর রহমান (ধনু), ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল আমিন খন্দকার, ভাটারা থানা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগের ঢাকা উত্তর সহসভাপতি রানা আহম্মেদ, বাড্ডা থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাশার বাদশা, বাড্ডা থানার ছাত্রলীগের সভাপতি ওমর শরীফ দিপু, বাড্ডা থানা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম রঞ্জু, খিলক্ষেত থানার ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান শিপু, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ভাটারা থানা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ১৭নং ওয়ার্ড ছাত্রসভাপতি মাহমুদুল হাসান অঞ্জন, ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হীরা, ৩৭নং ওয়ার্ড সহসভাপতি সাব্বির আহম্মেদ, ভাটারা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার, ৪৩নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক রানা মিয়া, ভাটারা ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক আনিছুর রহমান সুজন, জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা লুত্ফর রহমান মুন্না, রাজেস, মিরাজ, মহিলানেত্রী ইয়াসমিন বেগম, স্বপ্না আক্তার, মনু বেগম, মৌসুমী, যুবলীগ নেতা সলিমুল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ করিম প্রমুখ। এ সময় স্থানীয় কয়েক হাজার নেতা-কর্মী ও মহিলা নেত্রী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কর্মসূচিতে অংশ নেন। গত ৮ জানুয়ারি খালেদা জিয়ার রায় উপলক্ষে কাঞ্চন কুড়িল সড়কে পুলিশ ও আওয়ামী লীগ সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুমন মিয়া পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। অভিযোগ উঠেছে যে, এ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ আবদুল আউয়াল, সালাউদ্দিন মেম্বার, বায়জিদ সাউদ, ছাত্রলীগনেতা মাসুম চৌধুরী অপুসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এ মামলা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা মিথ্যা মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর