শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছড়ার ওপর আকাশছোঁয়া ভবন ভাঙবে সিলেট সিটি করপোরেশন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট মহানগরের পশ্চিম বাগবাড়ীতে গড়ে উঠেছে ‘সুরমা আবাসিক প্রকল্প’। এ প্রকল্পে গড়ে তোলা হয়েছে আকাশছোঁয়া একেকটি ভবন, সামনে আছে খোলা মাঠ। একসময় এখানে যে বিশাল একটি ছড়া (খাল) ছিল তা দেখে বোঝার উপায় নেই। ছড়াখেকোদের কবলে পড়ে দখল হয়ে গেছে প্রায় ৪০ ফুট প্রশস্ত মালনিছড়া। ছড়া দখল ও ভরাট করে সুরমা আবাসিক প্রকল্পে ১০ ও ১১ তলা দুটি ভবন নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, পাল্টে দেওয়া হয়েছে ছড়ার গতিপথও! তবে ছড়া-খাল দখলমুক্ত করার অভিযানে থাকা সিলেট সিটি করপোরেশন (সিসিক) এই অবৈধ ভবন দুটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। সিলেট মহানগরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় ক্রমবর্ধমান এ নগর। এর অন্যতম কারণ ছড়া-খাল দখল ও ভরাট হয়ে যাওয়া। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসী যেন মুক্ত থাকেন, সেজন্য সম্প্রতি ছড়া-খাল দখলমুক্ত করার ঘোষণা দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। জানা যায়, সিলেট নগরের ভিতর দিয়ে প্রবহমান ছড়াগুলোর অন্যতম মালনিছড়া। প্রায় ৪০ ফুট প্রশস্তের এ ছড়াটি নগরের পশ্চিম বাগবাড়ী এসে পরিণত হয়েছে সরু নালায়। স্থানীয়রা বলছেন, এ খাল দিয়ে একসময় বড় নৌকা চলাচল করত। কিন্তু সুরমা আবাসিক প্রকল্প নামের একটি হাউজিং প্রতিষ্ঠান ছড়া ভরাট করে গড়ে তুলেছে একাধিক বহুতল ভবন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর