সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হেদায়েতুল্লাহ মামুন জনতা ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

হেদায়েতুল্লাহ মামুন জনতা ব্যাংকের চেয়ারম্যান

সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক অধিশাখার উপসচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

হেদায়েতুল্লাহ আল মামুন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তথ্য, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন   মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও সরকারের গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিসিএস ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। ২০০৯ মালের ৪ আগস্ট তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং ২০১৪ সালের ৬ জুলাই জ্যেষ্ঠ সচিব হন।

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, সেন্সর বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিমান বোর্ড সভার সদস্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব, ঢাকা ওয়াসার এমডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর