বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
বরিশাল সিটি করপোরেশনে লাগাতার কর্মসূচি

আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দের দাবিতে ১১তম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। সকালে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা সিটি মেয়রের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে থেমে থেমে বিক্ষোভ করেন। তারা বিভিন্ন দফতরে গিয়ে কক্ষের ভিতরে অবস্থান নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে, টানা ১১ দিন কর্মকর্তা-কর্মচারীদের সব দাফতরিক কাজকর্ম বন্ধ থাকায় পুরোপুরি অচল হয়ে পড়েছে নগর ভবন। সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক সেবা পেতে নগর ভবনে গিয়ে কাজ সম্পন্ন করতে না পেরে ফিরে যাচ্ছেন ক্ষুব্ধ হয়ে। সমুদয় বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ না পাওয়া পর্যন্ত কাজে না ফেরার কথা জানিয়েছেন আন্দোলনকারীদের অন্যতম নেতা বিসিসির কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন। দ্রুত সময়ে বকেয়া বেতন পরিশোধ না হলে রবিবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিসিসির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সবশেষ জানুয়ারি মাসে গত বছরের আগস্টের বেতন পেয়েছেন। সে হিসেবে এখনো পাঁচ মাসের বেতন বকেয়া। অন্যদিকে দৈনন্দিন মজুরিভিত্তিক কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর