শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মেলায় বই বিক্রি এবার ৭০ ভাগ বেশি হয়েছে

সাংস্কৃতিক প্রতিবেদক

ডিজিটাল পেমেন্ট সুবিধা ও অনুকূল পরিবেশের কারণে একুশের বই মেলায় এবার বই বিক্রি গতবারের প্রায় ৭০ ভাগ বেশি হয়েছে। এক বাজার জরিপে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ফর কনজুমারস অ্যান্ড ইনভেস্টরসের (বিজেএফসিআই) মেলায় অংশগ্রহণকারী ৫১টি প্রকাশনা সংস্থা ও কয়েকশ বই ক্রেতা ও দর্শকদের মতামতের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করে। গবেষক দলকে প্রকাশকরা জানান, স্পনসর প্রতিষ্ঠান বিকাশের ডিজিটাল পেমেন্ট ক্যাশ ব্যাক অফারে এবং মেলায় স্থাপিত বিকাশের বিনামূল্যে প্রদেয় সেবা দর্শক ও পাঠকদের বেশিক্ষণ মেলায় ধরে রেখেছিল। ফলে বই বিক্রির পরিমাণ গতবারের তুলনায় প্রায় ৭০ ভাগ বেশি হয়। মেলায় আগত লেখক, শিক্ষাবিদ ও পাঠকরা মনে করেন, বিকাশের মতো আরও কোম্পানিকে সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও বই প্রকাশে এগিয়ে আসা উচিত। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর