শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অস্থিরতায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

অস্থিরতায় শেয়ারবাজার

অস্থির শেয়ারবাজারে দুই মাসে মূলধন কমেছে ১৮ হাজার কোটি টাকা। এ সময় বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমায় সাধারণ বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়েন। চলতি বছরের শুরুতে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও বেশি দিন তা স্থায়ী হয়নি। গত ফেব্রুয়ারিজুড়ে চীন ও ভারতের বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় চরম অস্থিরতা তৈরি হয়। এতে বাজারের মূলধন ও সূচক কমতে থাকে। তিন সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৪০০ পয়েন্ট কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অংশীদারি বিনিয়োগের খবরেই অস্থিরতা তৈরি হয়েছে। এটা নিশ্চিত হলে ফের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

ডিএসই সূত্রে জানা গেছে, দুই মাসে ৪২ কার্যদিবস লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এর মধ্যে ডিএসইতে ১৭ দিন উত্থানে এবং ২৫ দিন ছিল পতনে। এই দুই মাসে ডিএসইর বাজার মূলধন ১৮ হাজার ৪৫৫ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার টাকা কমেছে। এর মধ্যে জানুয়ারিতে ৪ হাজার ৩৮১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার টাকা এবং ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৭৪ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা কমে। ফেব্রুয়ারির শেষ দিন ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ৪৩৮ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকায়। যা ২০১৭ সালের ডিসেম্বর মাসের শেষ দিন ছিল ৪ লাখ ২২ হাজার ৮৯৪ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা। জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪০ পয়েন্ট কমেছে। ডিসেম্বরের শেষ দিন এ সূচক ছিল ৬ হাজার ২৫৪ পয়েন্টে। ফেব্রুয়ারির শেষ দিন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই ৩০ সূচক ১৩৭ পয়েন্ট কমে ফেব্রুয়ারির শেষ দিন দাঁড়িয়েছে ২ হাজার ১৪৬ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বছরের প্রথম দুই মাসে বাজার মূলধন ১৭ হাজার ৭৬৫ কোটি ২০ লাখ টাকা কমেছে। এর মধ্যে জানুয়ারিতে ৩ হাজার ৫২৩ কোটি ২০ লাখ টাকা এবং ফেব্রুয়ারিতে কমেছে ১৪ হাজার ২৪২ কোটি টাকা। ফেব্রুয়ারির শেষ দিন সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১২৫ কোটি ৯০ লাখ টাকায়। যা ২০১৭ সালের ডিসেম্বরের শেষ দিন ছিল ৩ লাখ ৫২ হাজার ৮৯১ কোটি ১০ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর