শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দুই বোনের তথ্য জানতে ঢাকায় অস্ট্রেলীয় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় গ্রেফতার মোমেনা সোমার বিষয়ে তথ্য জানতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়ান পুলিশের দুই সদস্যের একটি দল। সোমা ছাড়াও বাংলাদেশে গ্রেফতার তার ছোট বোন আসমাউল হুসনা ওরফে সুমনার জঙ্গিবাদে জড়ানোর বিষয়ে তথ্য জানতে ব্যাপক আগ্রহ তাদের। গত দুই দিনে তারা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সহযোগিতা নিয়ে মোমেনা সোমা ও সুমনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছে বলে নিশ্চিত করেছে সিটিটিসি সূত্র।

পরবর্তীতে এ ব্যাপারে সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম বলেন, মোমেনা সোমা কীভাবে জঙ্গিবাদে জড়াল, বাংলাদেশে থাকতে নাকি অস্ট্রেলিয়ায় গিয়ে সে জঙ্গিবাদে জড়ায়, বিদেশি জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা এমন নানান বিষয়ে অস্ট্রেলিয়া পুলিশ তদন্ত করতে বাংলাদেশে এসেছে। সিটিটিসি সূত্র জানায়, অস্ট্রেলিয়ান পুলিশ মূলত মোমেনা সোমা সম্পর্কেই বেশি খোঁজ খবর নিচ্ছে। কারণ এই সন্দেহভাজন নারী জঙ্গি অস্ট্রেলিয়ায় গিয়ে সেদেশের এক নাগরিককে হত্যাচেষ্টা চালায় বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ছোট বোন সুমনা সম্পর্কে তথ্য জানতে অস্ট্রেলিয়ান পুলিশের আগ্রহ রয়েছে। তারা এই দুই বোনের বিষয়ে এরই মধ্যে সিটিটিসির সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে সিটিটিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে অস্ট্রেলিয়ান পুলিশ। দুই দিনের বৈঠকে দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে তথ্যের আদান-প্রদান হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর