শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

১০ প্রার্থীর বিবৃতিতে ডিইউজে নির্বাচন কমিটি মর্মাহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে অংশগ্রহণকারী ১০ প্রার্থীর সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে স্তম্ভিত ও মর্মাহত হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। গতকাল ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনে তারা কারচুপির অসত্য অভিযোগ তুলেছেন। নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে। কোনোরকম অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি। ডিইউজের বিদায়ী সভাপতি এবং বিএফইউজের সভাপতি এ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ফলাফলও তাদের উপস্থিতিতেই ঘোষণা করা হয়। ভোটের গতি বাড়ানোর জাদুরকাঠি ভোটগ্রহণ কর্তাদের হাতে থাকে না। সারা দুনিয়াতেই ভোটার উপস্থিতির ওপরই ভোটের গতি নির্ভর করে। তাই ‘ভোটের গতি কমিয়ে দেওয়া হয়েছে’ এ অভিযোগ সদুদ্দেশে করা হয়েছে বলে মেনে নিতে পারছে না বলে কমিটি দুঃখিত। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিবৃতিতে আরও বলেন, বিবৃতিদাতারা ১০ জনই পরাজিত প্রার্থী। আরও ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের কেউই ‘জিতলে সাবাশ/হারলে সর্বনাশ’ এমন আওয়াজ অবলম্বন করেননি। কমিটি মনে করে, এক শ্রেণির রাজনীতিক গণরায়ে প্রত্যাখ্যাত হয়ে নির্বাচনকে বিতর্কিত করার মতলবে যে রকম মনগড়া অভিযোগ করেন, এরাও তেমনই করছেন। নইলে ‘জাল ভোট দিতে আসা ৩০ জনকে হাতেনাতে ধরা হয়েছে’ এমন জঘন্য অসত্যাচার তারা করতে পারতেন না। প্রমাণভিত্তিক মৌখিক অভিযোগ পাওয়া মাত্রই কমিটি প্রতিকার করেছে। ভোট চলাকালে বিবৃতিদাতারা কেউই লিখিত অভিযোগ করেননি। পরাজয় অবশ্যম্ভাবী আঁচ করার পরই অন্যায় চাপ দিয়ে, হই-হট্টগোল বাধিয়ে তারা ফল ঘোষণা বিঘ্নিত করতে চেয়েছেন এবং ফল ঘোষণার পর অসাংবাদিকসুলভ সহিংসতার আশ্রয় নিয়ে ভাঙচুর চালিয়েছেন। সংগঠনের নেতৃত্ব বরণপ্রয়াসী এই প্রার্থীদের এমন ভূমিকায় কমিটি পীড়িতবোধ করছে। ঐতিহ্যবাহী সংগঠন ডিইউজের নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস থেকে বিরত থাকার জন্য কমিটি বিবৃতিদাতাদের শুভবুদ্ধির জাগরণ কামনা করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর