শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অটোগ্যাস স্টেশনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করতে ফুয়েল মিক্সের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। আগে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) হতে গাড়ি চলত। আর এবার এলপিজি (অটোগ্যাস) হতে যানবাহন চলা শুরু হয়েছে। যানবাহনে ফুয়েল মিক্সের সুযোগ থাকলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্য সম্পর্কে সচেতন হবেন। গতকাল  তেজগাঁওয়ে ক্লিন ফুয়েল স্টেশনে অটোগ্যাস স্টেশন উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অটোগ্যাস পরিবেশ রক্ষায় বিরাট ভূমিকা রাখবে। জাপানের সাইসাস ওয়ান এবং বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম যৌথভাবে এ গ্যাস বিক্রি করবে। এর আগে দেশে আরও দুটি স্টেশন থেকে অটোগ্যাস বিক্রি শুরু হয়। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর