রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ক্ষোভে ফুঁসে উঠছে রেল প্রশাসন

অবসরের আগেই শীর্ষ পদের কর্মকর্তার হঠাৎ বদলি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ক্ষোভে ফুঁসে উঠছে রেল প্রশাসন

সরকারের শেষ সময়ে রেলওয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বদলি আতঙ্কের মধ্যেও ক্ষোভে ফুঁসে উঠছেন রেল প্রশাসনের শীর্ষ ও দায়িত্বশীল কর্মকর্তারা। অবসরে যাওয়ার মাত্র তিন মাস আগে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী আবদুল হাইকে হঠাৎ বদলি করে রেলভবনে নেওয়া হয়েছে। গত বৃস্পতিবার সন্ধ্যায় বদলির এ আদেশ জারি করা হয়। আদেশে জনস্বার্থে বদলি দেখানো হলেও এ নিয়ে রেল অঙ্গনে গুঞ্জন চলছে। ওপরের অনৈতিক নির্দেশ না মানলে কথায় কথায় বদলি বন্ধ না করলে ভুক্তভোগী ও আতঙ্কিত কর্মচারীরা প্রধানমন্ত্রীর কাছেও অভিযোগ করবেন বলে জানা গেছে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়

রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির মনিটরিংয়ে রেলের নানাবিধ উন্নয়ন প্রকল্প ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু মন্ত্রী এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা, ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ এবং নিয়োগ-বাণিজ্য নিশ্চিত করতে কৌশলে এমন ঘটনা ঘটাচ্ছেন মন্ত্রীর আশপাশের চিহ্নিত লোকজন। এর সঙ্গে জড়িত রেলের কিছু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার। এতে বিএনপি-জামায়াত ‘কানেকশন’ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। চক্রটি রেলওয়ের আলোচিত ৮৬৫ খালাসিসহ বিভিন্ন নিয়োগে রেলের চিহ্নিত লোকদের ‘টার্গেট’ নিশ্চিত করতে এমন বদলি করেছে বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা গেলেও অবশেষে সেই চক্রটির ইন্ধনেই রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম)  প্রকৌশলী মো. আবদুল হাইকে প্রকল্প পরিচালক (রিফর্ম) পদে বদলি করা হয়েছে। জিএম পদে স্থলাভিষিক্ত করা হয়েছে সৈয়দ ফারুক আহমদকে। তবে বদলির বিষয়টি জিএম আবদুল হাই নিশ্চিত করলেও এ বিষয়ে কৌশলগত কারণে কিছুই জানেন না বলে জানান পূর্বাঞ্চল রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা গৌতম গুন্ড। রেল সূত্রে জানা গেছে, এ নিয়োগে অনিয়মের আশঙ্কাসহ নানাবিধ অভিযোগ তুলে চট্টগ্রামে সম্প্রতি সংবাদ সম্মেলনও করেছেন রেলওয়ে কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা। এর আগে বাংলাদেশে রেলওয়েতে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ অভিযোগে সাবেক জিএম ইউসুফ আলী মৃধা ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিল।

এ ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রিত্ব হারিয়েছেন।

সর্বশেষ খবর