রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফেসবুকে বন্ধুত্বের ভয়ঙ্কর ফাঁদ

এক নাইজেরিয়ান ফুটবলারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

বিদেশি নাগরিক পরিচয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। শুক্রবার রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরীপাড়া থেকে এমন একটি চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন নাইজেরিয়ান নাগরিক হেনরি এশিয়াকা (৪০) ও ইসমাইল হোসেন (৪৮)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, প্রতারণার ক্ষেত্রে তারা ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমু, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করত। পরে টার্গেটকৃত ব্যক্তির কাছে নিজেদের আফ্রিকান, আমেরিকান, ইংল্যান্ড, স্কটল্যান্ড অথবা ইউরোপের অন্যান্য দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়। একপর্যায়ে বন্ধুত্ব ও বিশ্বস্ততা অর্জন করার পর তাকে জানায়, তার নামে উপঢৌকন হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গিফট পাঠানো হয়েছে। শাহজালালে কর্মরত কাস্টমস কর্মকর্তা সেজেও প্রতারিতদের কাছে ফোন দেওয়া হয়। ওই গিফটটি কাস্টমস ক্লিয়ারেন্সের আনুষ্ঠানিকতা শেষে তাকে গ্রহণের জন্য অনুরোধ করে। এ ক্ষেত্রে প্রতারক চক্রের শিকার বিদেশি মূল্যবান গিফট পাওয়ার প্রত্যাশায় চক্রের কথামতো প্রতারকদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠায়। তিনি জানান, নাইজেরিয়ান নাগরিক হেনরি এশিয়াকা ফুটবলার হিসেবে বাংলাদেশে আসেন। তিনি এই প্রতারণা চক্রের মূল হোতা। ইসমাইল হোসেন তার সহযোগী। একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পিবিআই কর্মকর্তা বলেন, আসামি হেনরি এশিয়াকা ও ইসমাইল ২০১৬ সালের শেষ দিকে একই সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় তাদের মধ্যে পরিচয় ও সখ্য গড়ে ওঠে। তারা জেলহাজত থেকে জামিনে বের হয়ে প্রতারণামূলক কাজে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

সর্বশেষ খবর