রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সংসদে নারী আসন বৃদ্ধিসহ সরাসরি নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা ৩০ থেকে বৃদ্ধি করে ১৫০ করাসহ সরাসরি নির্বাচনের দাবি জানানো হয়েছে। গতকাল বিকালে বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনে মহিলা পরিষদ ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানান রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।  রাজনৈতিক দল, নারী সংগঠন, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে জেলা মহিলা পরিষদ এই সভার আয়োজন করে। এ সময় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের দাবি তুলে ধরা হয়।

সর্বশেষ খবর