মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হাটহাজারী মাদ্রাসায় পোড়ানো হলো পাঁচ শতাধিক স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের শীর্ষ কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় দারুল উলুম মঈনুল ইসলাম ওরফে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা পাঁচ শতাধিক স্মার্টফোন পুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার রাতে মাদ্রাসা ক্যাম্পাসে এগুলো পোড়ানো হয়।

মাদ্রাসার আবাসিক ছাত্রদের কক্ষের জিম্মাদার ও সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন বলেন, ছাত্রদের স্মার্টফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যেসব শিক্ষার্থী গোপনে স্মার্টফোন ব্যবহার করছিল, তাদের ফোন সেট এভাবে জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এটা মাদ্রাসার বহুদিনের রেওয়াজ।

জানা যায়, কয়েক দিন আগে মোবাইল ব্যবহার করা নিয়ে এক ছাত্রের সঙ্গে একজন শিক্ষকের কথাকাটাকাটি হয়। এরপর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কক্ষে তল্লাশি চালিয়ে পাঁচ শতাধিক স্মার্টফোন জব্দ করা হয়। রবিবার রাতে মাদ্রাসার ভিতরে পেট্রল দিয়ে সেসব মোবাইল সেট পুড়িয়ে ফেলা হয়।

সর্বশেষ খবর