বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিএসএমএমইউর প্রথম নারী উপ-উপাচার্য ডা. সাহানা

প্রতিদিন ডেস্ক

বিএসএমএমইউর প্রথম নারী উপ-উপাচার্য ডা. সাহানা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা)-এর শূন্যপদে তাকে তিন বছরের জন্য এ নিয়োগ প্রদান করেন। খবর বাসসের।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গতকাল অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান তার অফিসে কাজে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, ডা. সাহানা আখতার রহমান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম রওশন আরা বেগম এবং পিতার নাম শাহ্ হাবিবুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. আতিউর রহমানের জীবনসঙ্গী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর