বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ১১ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব-২০১৮’।

কবিতা পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্য প্রযোজনা, সুর ও বাণীতে বঙ্গবন্ধু, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, নাটক, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে ১১ দিনের এ উৎসবে।

গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এ উৎসব। এর আগে বেলা ১১টায় শুরু হয় দিনব্যাপী আর্টক্যাম্প। এতে দেশবরেণ্য ৪৭ জন শিল্পী ছবি আঁকেন। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিনে শেষ হবে এ উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর