বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ওমরাহ পালনে ফি নেবে না সৌদি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ওমরাহ পালন করতে আজ থেকে কোনো ফি লাগবে না বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। ওমরাহ পালনের ফি সম্পর্কে এমন একটি আদেশ গত রাতে জারি করা হয়। মুসলিম উম্মাহকে হজ ও ওমরায় উদ্বুদ্ধ করতে সৌদি হজ মন্ত্রণালয় এমন ঘোষণা দিয়েছে। ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আসতে হয়। আর ওমরাহ ভিসার জন্য পরিশোধ করতে হয় নির্ধারিত ফি। এখন আর ওমরাহ পালন করতে সে ফি পরিশোধ করতে হবে না। ফলে বাংলাদেশিরা ৬৫ থেকে ৬৮ হাজার টাকা ব্যয়েই ওমরাহ পালন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর