শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রুয়েট ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, কমিটি স্থগিত

আহত আট নেতা-কর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পূর্বশত্রুতার জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই গ্রুপে সংঘর্ষে আট নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল হামিদ হলে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, সংঘর্ষের ঘটনায় রুয়েট শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন—রুয়েট ছাত্রলীগের সহসভাপতি রুপম ও বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদি মোহাম্মদ তানজীম, দফতর সম্পাদক সাব্বির, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক রাহাত, সহসম্পাদক যাওয়াদ, সদস্য পিয়াল ও কর্মী জোহান। তাদের সবাইকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা সবাই হামিদ হলের আবাসিক শিক্ষার্থী। গতকাল হামিদ হলে সরেজমিনে দেখা যায়, হলের বেশ কয়েকটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালানোর চিহ্ন রয়েছে। হলের বিভিন্ন কক্ষ ও বারান্দার জানালার কাচ এবং কয়েকটি কক্ষের দরজা ভাঙচুর করা হয়েছে। কয়েকটি স্থানে ছড়িয়ে আছে রক্তের ছাপ। পুরো হলজুড়ে লাঠিসোঁটা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিভিন্ন স্থানে অবিস্ফোরিত পটকাও পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, রুয়েট ছাত্রলীগের সহসভাপতি আবিদ হাসান মিতুল ও অনিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মালিক, প্রচার সম্পাদক মাহাথিরসহ ১০ থেকে ১২ জন ওই মারধর করেছেন। এরা সবাই রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তপুর অনুসারী। রুয়েট সূত্রে জানা গেছে, রুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের র‌্যাগ দিয়েছিলেন বিভাগের ১৪ সিরিজের শিক্ষার্থী ও রুয়েট ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদি মোহাম্মদ তানজীম ও তার বন্ধুরা। নবীন শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন রুয়েট ছাত্রলীগের সহসভাপতি ও সিএসই বিভাগের ১৪ সিরিজের আরেক শিক্ষার্থী আবিদ হাসান মিতুলের ছোটভাই। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে সাদির সঙ্গে কথা বলতে যান আবিদ হাসানসহ ছাত্রলীগ নেতারা। এ সময় হামিদ হলের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

হলে পুলিশের তল্লাশি, আটক ৯ : সংঘর্ষের জের ধরে গতকাল রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত আবদুল হামিদ, সেলিম হল ও জিয়াউর রহমান হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় ৭ জন অনাবাসিক শিক্ষার্থী এবং ২ জন বহিরাগতকে আটক করা হয়েছে বলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান। আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর