শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বলাৎকারে বাধা দেওয়ায় শিশু হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আট বছরের শিশু মোহাম্মদ সোহাগ। তাকে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায় ইমন হোসেন নামে এক রিকশাচালক। কিন্তু বাদ সাধে শিশু সোহাগ নিজেই। এতে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে। গত বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন খালপাড় এলাকার বার্মা কলোনিতে বর্বর এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইমন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ইমনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়। পেশায় সে একজন রিকশাচালক। পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভুইয়া বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পরিত্যক্ত বাড়ি থেকে সোহাগের লাশ উদ্ধার পরে পুলিশ। তারা দিনে বাসায় না থাকার ফলে তাত্ক্ষণিক তথ্য দিতে পারছিলেন না। এরপর সোহাগের চার বছর বয়সী বোন লামিয়ার সঙ্গে আমরা কথা বলি। সে জানাল দুপুরে একটি রিকশায় বসে খেলছিল দুই ভাই-বোন। তখন এক লোক সোহাগকে ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু তাকে সে চিনে না বলে জানাল। কিছুক্ষণ পর আবার বলল, জড়িত ব্যক্তি মাজার গলির খালপাড় এলাকায় থাকে। তখন তাকে নিয়ে আমরা এক ঘণ্টার মধ্যে রাত ৯টায় আসামিকে ধরে ফেলি।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর ইমন জানিয়েছে, তখন ৫০ টাকা দেবে জানিয়ে ৮ বছরের সোহাগকে বলাৎকার করতে চেয়েছিল। শিশুটি বাধা দেওয়ার চেষ্টা করে এবং সবাইকে বলে দেবে বলে জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর