শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রযুক্তিতে বাংলাদেশ বিশ্বমানে অবস্থান করছে : মন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তিতে বাংলাদেশ এখন বিশ্বমানে অবস্থান করছে। বাংলাদেশ এখন অনুসরণের নয়, বিশ্বে নেতৃত্ব দেওয়ার জায়গায়। কারণ, বাংলাদেশের সন্তানরা অত্যন্ত মেধাবী। ফলে পাঠ্যবই ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এজন্য সরকারকে ডিজিটাল হতে হবে। সরকার ডিজিটাল না হলে সেবা ডিজিটাল হবে না। গতকাল কক্সবাজারের একটি হোটেলে ই-সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের ৯৬ ভাগ মানুষ ইংরেজির বিবরণ বুঝতে পারে না। এ ক্ষেত্রে সহজ ভাষা অনুকরণের প্রতি জোর দেওয়া দরকার। মেধার ওপর ভিত্তি করে পৃথিবীর অন্য দেশগুলো এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর