সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

ফের বড় ধরনের ধসের ঘটনা ঘটেছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আর টাকার পরিমাণে লেনদেন নামে ২০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

ডিএসইর বাজার চিত্রে দেখা গেছে, ২৩৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ডিএসইতে ১ বছর ৮ মাস ১ দিন অর্থাৎ ২০ মাস বা ৪১৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টাকার পরিমাণে লেনদেন ২০ মাস বা ৪১৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৪ লাখ টাকার। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৯ লাখ টাকার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে। যা ৮ মাস ৫ দিন বা ১৭০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

২০১৭ সালের ৬ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ ও ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৩ ও ২১২৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩০টি প্রতিষ্ঠান। এদের মধ্যে শেয়ার দর কমেছে ২৪৬টির, বেড়েছে ৫৩টি ও অপরিবর্তিত থাকে ৩১টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১১, সিএসই-৩০ সূচক ১৩৬, সিএসসিএক্স ৭৬ ও সিএসআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৪২, ১৬১৯০, ১০৭৯০ ও ১২১০ পয়েন্টে। হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

সর্বশেষ খবর