সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নাট্যকর্মী মারধরকারীদের বহিষ্কার দাবি অব্যাহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকর্মীর ওপর হামলার ঘটনায় জড়িতদের ক্যাম্পাস থেকে বহিষ্কার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে অনুশীলন নাট্যদলের প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তারা ইতিপূর্বে এমন অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তারা সমাজের চিহ্নিত ব্যক্তি। আমরা প্রশাসনের কাছে এ ধরনের নিন্দনীয় কাজের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’ কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন রঞ্জন প্রমুখ।

সর্বশেষ খবর